বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বদলী পরীক্ষা দিতে এসে ফরহাদ হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুমে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সে ধরা পড়ে। সে কালিগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মোঃ আকবর হোসেনের পুত্র ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমটর পদে কর্মরত এবং শ্যামনগর উপজেলা হিসাব রক্ষণ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে অস্থায়ী ভাবে কর্মরত। শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম জানান, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের ছাত্র শেখ জালাল। ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে জালাল তার বন্ধু ফরহাদকে ভাড়া করে। পরীক্ষা দেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আক্তার হোসেনকে অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন। শেখ জালাল শ্যামনগরের হায়বাতপুর গ্রামের শেখ জামালের পুত্র। শেখ জালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে কলেজ কর্তৃপক্ষ জানান। এ বিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতারপূর্বক ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয় এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।