বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সভাপতি ও মাঘুরালী গ্রামের মরহুম মোহর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ আবু দাউদের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ থানার এস আই সিদ্দিকের নেতৃত্বে একদল চৌকোস পুলিশ বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ কে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান বাপ্পী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাদ মাগরিব ইফতার মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে। উলেখ্য তিনি বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় নিজস্ববাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না………..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ১ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।