এফএনএস: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় লায়লা আরজু (৬২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় নিজেদের বাড়িতে লায়লার লাশ পাওয়া যায়। লায়লা আরজু জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা লায়লাদের বাড়িতে তার গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।