মনিরামপুর (যশোর) প্রতিনিধি ॥ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান-প্রযুক্তি মেলা ও তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের বটতলায় আয়োজিত দুদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তম্মায় কুমার বিশ^াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, সমবায় তারিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আসাদুজ্জামান রয়েল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসাইন ইকবাল সানি প্রমুখ। বিজ্ঞান-প্রযুক্তি মেলা ও তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্কুল-কলেজ, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০টি ষ্টল বসেছে। বুধ ও বৃহস্পতিবার দু’দিনব্যাপী এ মেলা চলবে। আজ বৃহস্পতিবার মেলার সমাপনি অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে ইউএনও নিশাত তামান্না নিশ্চিত করেন।