এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে যে পরিমাণ টাকা পাচার করা হয়েছে তার প্রত্যেকটির হিসাব জনগণ বুঝে নেবে। এসব টাকা ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত এক বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের আমির বলেন, অতীতে জামায়াত ক্ষমতায় যেতে না পারলেও একটি সরকারের আমলে আমাদের দুই জন মন্ত্রী ছিল। তাদের বিরুদ্ধে কেউ একটিও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তাই জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। তিনি বলেন, ক্ষমতায় যেতে না পারলেও জামায়াতে ইসলামী নীতি ও নৈতিকতার ক্ষেত্রে কোন আপস করে না। জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর—কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন প্রমুখ। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— অমুসলিম শাখার জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, ঝিনাইদাহ জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার প্রমুখ।