সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস ’২২ পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ পালিত হয়েছে। সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় সিভিল সার্জন অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের এমও ডাঃ জয়ন্ত কুমার সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলুক কুমার চক্রবর্তী, জেলা ড্রাগ সুপার মীর আব্দুর রাজ্জাক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসক মোঃ আমানত উল­াহ, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক ডাঃ সাইফুল আলম, ডাঃ পার্থ কুমার দে, সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, প্রকৌশলী হারুন-অর-রশিদ, শুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান। বক্তারা বলেন, প্রতিবছর আমাদের দেশে বিভিন্ন রোগের অসচেতনতার কারণে অনেকে মারা যাচ্ছে। সর্বদা পুষ্টিকর খাদ্য গ্রহণ ও নিরাপদ পানি পান করতে হবে। প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলবেন। ধূমপান ও তামাক সেবন বন্ধ করা জরুরী। লবন ও চিনির পরিমাণ কম খেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা, স্টাফ নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com