দেবহাটা অফিস \ দেবহাটার কুলিয়া ও সখিপুর ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সখিপুর মোড়স্থ দলীয় কার্যালয়ে ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সভা বহেরা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সখিপুর আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বরের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা শহিদুল ইসলাম, সদস্যসচিব আবুল হোসেন বকুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোনাজাত গাজী, সফিকুল ইসলাম, মনু সরদার, আহমদ আলী, আলহাজ্ব আ: সামাদ প্রমুখ। কুলিয়া বিএনপি আহ্বায়ক এ্যাড: জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে সদস্য সচিব রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল, রুহুল কুদ্দুস খোকন, দেলোয়ার হোসেন বাবুল, আলহাজ্ব সালাউদ্দীন, তুহিন হোসেন, শহিদুল ইসলাম মাষ্টারসহ অপরাপর নেতৃবৃন্দ।