কালিগঞ্জ প্রতিনিধি \ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানসহ সকল আসামিরা খালাস পাওয়ায় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুরজামান বাবর জেলা থেকে মুক্তি পাওয়ায় কালিগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুল্লাহ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, উপজেলা জাসাস—এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ম আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব জিএম, মারুফ বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।