স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের আয়োজনে সকালে সংগঠনের কার্যালয়ে সাতক্ষীরা আঞ্জুমান মুফিদুল ইসলামের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক, জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ—দৌলা সাগর, গোলাম আযম, আশরাফুল করিম ধনী, ঠিকাদার এম এম এ মজনু প্রমূখ। আলোচনা সভা পূর্বে আঞ্জুমান মুফিদুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয় প্রদত্ত শীত বস্ত্র কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।