স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় তিনি বলেন, খেলাধুলা মানুষের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটি বিনোদনের একটি ভালো উপায়। খেলাধুলা চরিত্র গঠন করে না। বরং চরিত্রকে প্রকাশ করে। শারীরিক খেলাধুলা এমন একটি ব্যায়াম যা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি সন্তানদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট রিপন বিশ্বাস, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, নিবার্হী ম্যাজিস্টে্রট পলাশ আহমেদ, প্রনয় বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ২৮টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।