বিশেষ প্রতিনিধি। শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মসজিদে কেউ না থাকায় সঙ্গবদ্ধ চোর চক্র সুযোগ বুঝে মসজিদের গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে মসজিদের মাইক সেট, ইউনিড, এলইডি হ্যালোজেন লাইট সহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। দুপুর ১টার সময় মসজিদে কর্তব্যরত মোয়াজ্জিন আযান দিতে যেয়ে দেখেন মসজিদ গেটের দরজার তালা কাটা এবং মসজিদের ভিতরের আবশ্যকীয় মালামাল নেই। তিনি সাথে সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন। এ বিষয়ে মসজিদ কমিটির কোষাধক্ষ্য মোঃ রফিকুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, দিনের বেলায় মসজিদে কেউ না থাকায় একটি চোর চক্র মসজিদের তালা ভেঙে ৩ টা মাইক সেট, ৬ টা ইউনিড, এলইডি হ্যালোজেন লাইট সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ বিষয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধি সহ শ্যামনগর থানাকে বিষয়টি অবগত করেছি। ধর্মীয় প্রতিষ্ঠান আল্লাহর ঘর মসজিদ থেকে মালামাল চুরি হওয়ায় মসজিদের মুসল্লী ও এলাকার সাধারণ মানুষদের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। তারা এই চোর চক্রটিকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা সহ ভবিষ্যতে কোন মসজিদ বা প্রতিষ্ঠান থেকে কোন কিছু চুরি করার সাহস না দেখায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে।