রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নেপালকে পাত্তা না দিয়ে বিশ^কাপে বাংলাদেশের দারুণ শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস স্পোর্টস: আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ^কাপ আসর ৫ উইকেটের জয়ে শুরু করল বাংলাদেশের মেয়েরা। বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ৫২ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সহজ টার্গেট ৪০ বল হাতে রেখে টপকায় জুনিয়র টাইগ্রেসরা। মালয়েশিয়ায় ১৬ দলের বিশ^কাপ শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। ‘ডি’ গ্রæপে জুনিয়র টাইগ্রেসদের প্রতিপক্ষ নেপাল, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নেপালের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিশ^কাপ শুরু। টসে জেতা বাংলাদেশ আগে ব্যটিংয়ে পাঠায় নেপালকে। টাইগ্রেস বোলিং আক্রমণের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে নেপালের ব্যাটাররা। কেবল দুই জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। তবে বোলারের ডেলিভারিতে উইকেট হারানোর চেয়ে রান-আউটেই নেপালের বিপর্যয়। মোট ৫ ব্যাটার এদিন রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকা নেপাল কোনমতে পঞ্চাশের ঘর পেরিয়ে থামে ৫২ রানে। পাঁচ রান আউটের দিনে বল হাতে জোড়া উইকেট পান কেবল জান্নাতুল মাওয়া। বাকি তিন উইকেট যথাক্রমে ভাগ করে নেন নিশিতা আক্তার, আনিসা আক্তার ও ফাহমিদা ছোঁয়া। ৫৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে অবশ্য প্রথম ৩ ওভারের মধ্যে বাংলাদেশের নেই ৩ উইকেট। ইনিংসের প্রথম ওভারে বিদায় নেন ৪ রান করা ওপেনার সুমাইয়া আক্তার সুবর্না। পরের ওভারে উইকেট হারান আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া। তিনে নামা উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস করেন ২ রান। তবে অধিনায়ক সুময়াইয়া আক্তারের সাথে জুটি গড়ে সাদিয়া ইসলাম ২৪ বলে করেন ১৬ রান। ৪১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি। অধিনায়ক সুমাইয়া আক্তার ব্যক্তিগত ১২ রানে আউট হলে জান্নাতুল মাওয়া আর আফিয়া আশিমা ইরা মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪০ বল হাতে রেখে বাংলাদেশ পেল ৫ উইকেটের রোমাঞ্চকর জয়। বিশ^কাপে মাঠে নামার আগে থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে। পরের ম্যাচেও সুমাইয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ দল জিতেছে গত বিশ^কাপের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com