এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সদর উপজেলার ফুলসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি—ঘর। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রানার লোকজন। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি—ঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।