রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা সাগর গ্রেপ্তার সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ শ্যামনগরে হাজী ব্রিকস ভাঙচুর, মালামাল লুটপাটে ১কোটি টাকার বেশি ক্ষতি আশাশুনি যুব দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক প্রীতিভোজ উপলক্ষে রাফেল ড্র আশাশুনি উপজেলা বিএনপির প্রস্তুতি সভা তালায় চুরির আতঙ্কে ব্যবসায়ী ও গ্রামঞ্চলের মানুষ বড়দলে হরতালের প্রতিবাদে প্রতিবাদ মিছিল কয়রায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব—১৭ ফাইনালে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন কয়রায় সুধি সমাবেশে পুলিশ সুপার বনদস্যু, মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর জানাযা সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিভিয়ার হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে ঢাকা থেকে মৃতদেহ কলারোয়ার বড়ালি গ্রামের নিজ বাসভবনে নিয়ে আসা হলে সেখানে স্বজন, গ্রামবাসীসহ বিপুল সংখ্যক মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। মরহুমের একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। দুই মেয়ে সানজিদা ও ফারজানা শিক্ষকতা পেশায় রয়েছেন। শনিবার জোহরের নামাজের পর বড়ালি গ্রামের মক্তব ময়দানে জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা ওমর আলি, মরহুমের পুত্র আব্দুল্লাহ আল মাসুদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য তবিবর রহমান বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাজু, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল ওহাব, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ডা. মমতাজ মজিদ, ডা. হুমায়ুন কবির, মরহুমের বড় জামাতা এমএ কাইয়ুম বিদ্যুৎ, প্রভাষক এমএ বাশার পলাশ, সহকারী ষিষক্ষক নাজমুল হক, প্রভাষক হাবিবুর রহমান, প্রধান শিক্ষক ইমদাদুল হক, মাওলানা নুরুল হক, আমজাদ হোসেন, শাহ আলম, আব্দুল্লাহ আল মামুদ, সোহেল হোসেন, পলাশ মজুমদার, আলমগীর মজুমদার, ডা. রেজাউল করিমসহ বিপুল মুসল্লি। জানাজা নামাজে ইমামতি করেন বাঁশদাহ মাদ্রাসার সুপার মাওলানা মইনুল হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এদিকে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শোকবিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, বিএম আফজাল হোসেন পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com