সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

নোমান—সাজিদের ঘুর্ণিতে উইন্ডিজের বিপক্ষে জয় পেলো পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

তিন স্পিনারদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ম্যাচে পাকিস্তান তিন স্পিনার সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদ মিলে ২০ উইকেট শিকার করেন। এরমধ্যে ১১৫ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাজিদ। মুলতান টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৯ রান করেছিলো পাকিস্তান। দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২০২ রানে এগিয়ে ছিলো তারা। তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের ঘূর্ণিতে বাকী ৭ উইকেটে ৪৮ রান যোগ করে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ারিকান ৩২ রানে ৭ উইকেট নেন। পাকিস্তানের মাটিতে সফরকারী দলের কোন বোলারের এটি তৃতীয় সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে অধিনায়ক শান মাসুদ ৫২, মুহাম্মদ হুরাইরা ২৯ ও কামরান গুলাম ২৭ রান করেন। ২৫১ রানের টার্গেটে খেলতে নেমে পাকিস্তানের স্পিনার সাজিদের ঘূর্ণিতে পড়ে ৫৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে সাজিদ নিয়েছেন ৪ উইকেট। দলকে লড়াইয়ে ফেরাতে সতীর্থদের নিয়ে চেষ্টা করেছিলেন অ্যালিক আথানাজে। কিন্তু পাকিস্তানের অন্য দুই স্পিনার আবরার ও নোমানের সামনে প্রতিরোধ গড়তে পারেননি তারা। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন আথানাজে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে দখল করেছেন ৫টি। এছাড়াও আবরার ৪টি ও নোমান ১ উইকেট নেন। প্রথম ইনিংসে নোমান ৫টি ও আবরার ১ উইকেট নিয়েছিলেন। মুলতানেই আগামী ২৫ জানুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com