বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এফএনএস: ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই ও আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাবলি বর্ণনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় নারদিয়া সিম্পসন জানান, সময়টি আবেগপ্রবণ ছিল। বাংলাদেশের জনগণকে ‘অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ’ এবং দেশে তার চার বছরের সময়কালকে চমৎকার আখ্যায়িত করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে এই যাত্রায় আছি।’ ড. মুহাম্মদ ইউনূস এ বছরের আগস্ট মাসে জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ছাত্রদের নেতৃত্বে বিপ্লবের সময় বাংলাদেশে দায়িত্ব পালনকারী অন্যান্য রাষ্ট্রদূতদেরও সরকার আমন্ত্রণ জানাবে।’ প্রধান উপদেষ্টা জানান, তিনি একটি ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন, যা সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। সিম্পসন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com