দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী মাঝ পারুলিয়ার ঋষি পাড়ার রামদাসকে পুলিশ গতকাল গাজা সহ গ্রেফতার করেছে। দেবহাটা থানা ওসি হযরত আলীর নেতৃত্বে গতকাল সকাল এগারটার দিকে অভিযান চালিয়ে একশত গ্রাম গাজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাম দাস মৃত নিমাই দাসের পুত্র। দীর্ঘদিন যাবৎ রামদাসের বসতবাড়ী ও বাড়ী সংলগ্ন দোকানে গাজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল এবং এক শ্রেণির বিপদগামীরা মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়। দেবহাটা থানা ওসি হযরত আলী বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।