মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরে মনিরামপুরে শনিবার দিনদুপুরে জামায়াত নেতার প্রায় দেড়লাখ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে গভীর রাতে ছিনতাইকারীরা ৮৯ হাজার টাকা ফেরত দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়ার দাবি করেছেন ঘের মালিক মাওলানা আবুল বাশার। উপজেলা কুলটিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মাওলানা আবুল বাশার জানান, পাড়িয়ালী বিলে তার একটি বড় ঘের রয়েছে। শনিবার দুপুরে রুই, কাতলা, মৃগেল, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মন মাছ ধরে একটি আলমসাধুতে বোঝাই করে ভবদহ পাইকারি মৎস্য আড়তের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মনোহরপুর বাজারের উত্তরমোড়ে পৌছলে নাজমুল, সাইফুল, রাজিব, মাহাবুব, সোহেল রানাসহ ৭/৮ জন সন্ত্রাসী আলমসাধুর গতিরোধ করে চালক জনিকে অস্ত্রের ভয় দেখিয়ে মাছ লুট করে। বিষয়টি জানাজনি হলে এলাকায় চরম আতংক বিরাজ করে। এক পর্যায়ে গভীর রাতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের হস্তক্ষেপে সন্ত্রাসীরা ৮৯ হাজার টাকা ফেরত দেয়। বিষয়টি নিশ্চিত করেন ঘের মালিক আবুল বাশার। তিনি জানান, সন্ত্রাসীরা মাছ লুটের পর কপালিয়া বাজারের আদর্শ মৎস্য আড়ত বিক্রি করে। সেই সূত্র ধরে রাতে চাপের মুখে সন্ত্রাসীরা ৮৯ হাজার টাকা ফেরত দেয়। তবে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খলিলুর রহমান জানান, মাছলুটের বিষয়টি জানাজানি হবার পর সম্মিলিত চেষ্টায় টাকা উদ্ধার করা হয়। নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই নূর ইসলাম জানান, মাছলুটের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। কিন্ত কেউ অভিযোগ করেননি। তবে ঘের মালিক আবুল বাশার জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।