কালিগঞ্জ প্রতিনিধি \ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কালিগঞ্জে কাবাডি, ফুটবল ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বেলা ১০টায় কাবাড়ি প্রতিযোগিতায় মৌতলা ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়নের মধ্যে বালিকাদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে মৌতলা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পক্ষে এবং শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। প্রতিযোগিতায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বিতর্কের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব শেখ রফিকুল ইসলাম। বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা ছাত্র সমন্বয়ক ফুটবল একাদশ ২—০ গোলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একাদশকে পরাজিত করে। খেলায় সেরা পারফর্ম করেন উত্তরা দলের জাহিদ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেনসহ আরও অনেকে। ২৩ জানুয়ারি সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন শেষ হবে।