কালিগঞ্জ প্রতিনিধি ঃ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্বনারায়ণ গ্রামে প্রায় দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী শীতলাতলা পূজা মন্দিরে শ্রীশ্রী শীতলা পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীশ্রী শীতলা পূজা উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্য বিশাল মেলায় মনোহর, প্রসাধনী ও খাবারের দোকানে ছিল উপচে পড়া ভিড়। শীতলাতলা পূজা মন্দির কমিটির সভাপতি কৃত্তিবাস ঘোষ ও সাধারণ সম্পাদক পুলক চন্দ্র হালদারের সার্বিক ব্যবস্থাপনায় হাজার হাজার ভক্তবৃন্দ পূজা উপস্থিতিতে মিলন মেলায় পরিণত করে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, নিজাম উদ্দিন, আব্দুল খালেক, আব্দুস সাত্তার, সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা খাতুন, মৌসুমী খাতুন, সমাজসেবক ও ব্যবসায়ি হাবিবুর রহমান হবি, নাজিমগঞ্জ বাজার ওর্য়াফ এস্টেট কমিটির সভাপতি শাহাজান সিরাজ খান প্রমুখ। প্রতি বছরের ন্যায় এ বছরও শীতলাতলা পূজা উৎসব অনুষ্ঠানে সনাতনধর্মীয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণী-পেশার ব্যক্তিদের পাশা-পাশি অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।