রতনপুর প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে অবস্থিত কার্টুনিয়া রাজবাড়ী কলেজে গভর্নিং বডির ভোট অনুষ্ঠিত হয়েছে। পুরুষ শিক্ষক প্রতিনিধি দুইজন ও মহিলা শিক্ষিকা প্রতিনিধি একজন। পুরুষ প্রতিনিধির মধ্যে নির্বাচিত হন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান ও প্রভাষক এম এম শফিউল আজম। মহিলা শিক্ষিকা প্রতিনিধির মধ্যে নির্বাচিত হন সরকারি অধ্যাপক মেহেরুন্নেসা। উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অত্র কলেজের বিদেু্যাৎসাহী সদস্য ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অত্র কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ অলিউল ইসলাম, প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন অত্র কলেজের সকল অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম ও সরকারি প্রিজাটিং হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান।