বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কৃষি বিপণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কৃষি বিপণীর স্বত্বাধিকারী এসএম মাহবুবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ এবং ৫৩ ধারা অনুযায়ী ১০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন। এসময় তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে আপনারা ব্যবসা পরিচালনা করবেন। আইন লঙ্ঘনের দ্বায়ে মেসার্স কৃষি বিপণীকে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মোবাইল কোর্টটি পরিচালনা কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।