আশাশুনি প্রতিনিধি \ বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৩ টায় আশাশুনি ওয়াপদা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সদর হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, জেলা ওলামা মাশায়েখ আয়েম্বা পরিষদ সভাপতি মুহাদ্দিছ শামছুজ্জামান, মুজাজিদ কমিটি জেলা সাংগঠনিক সম্পাদক সরোয়ার আলম, জেলা সেক্রেটারী মনিরুল ইসলাম। সভায় মোঃ জহুরুল ইসলামকে থানা কমিটির ছদর ও আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আশাশুনি থানা মুজাহিদ কমিটি গঠন করা হয়।