বাংলাদেশ বর্তমান সময়ে ক্রমান্বয়ে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশের অর্থনীতিকে গুনগত পরিবর্তন এসেছে। বিশেষ করে বৈদেশিক সাহায্য ও সহায়তা নির্ভর বাংলাদেশ ধীরে ধীরে স্বনির্ভরতায় পৌছেছে আর আমাদের অর্থনীতির ক্রমবিকাশ ও ধারাবাহিকতা বর্তমান সময়ে অতি আস্থার যায়গায় পৌছেছে। বিগত বছর গুলো অপেক্ষা বর্তমান সময়ে আমাদের দেশের অর্থনীতি অতি সুবর্ণ সময় অতিক্রম করছে যে কারনে বিশ্ববাসি তথা বিশ্বের উন্নত আধুনিক ও এগিয়ে চলা দেশগুলো আমাদের অর্থনীতি তথা অর্থনৈতিক অবস্থাকে বিশেষ অগ্রগামী এবং প্রশংসিত বলে উলেখ করে চলেছে। বিশ্ব ব্যবস্থা ও বাস্তবতায় একদা আমাদের দেশ অর্থনীতিতে পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা, দারিদ্রের কষাঘাতে জর্জরিত দেশ হিসেবে পরিচিতি লাভ করে। আমাদের দেশের অবকাঠামো গত উন্নয়ন সহ সব ধরনের উন্নয়নে, অগ্রগতিতে বৈদেশিক সহায়তা বৈদেশিক ঋনের বিকল্প ছিল না। কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ বর্তমান সময়ে অর্থনীতিতে স্বাবলম্বী এবং সুদৃঢ়। আমাদের অর্থনীতির চাকা যে ভাবে ঘুরছে তা যদি অব্যাহত থাকে তাহলে আগামী দিন গুলোতে দেশের অর্থনীতিতে আবারও অধিক পরিমান শৃঙ্খলা ও উন্নতি ফেরবে। বর্তমান সময়ে রোজার দিন গুলোতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অর্থনীতিকে বিপর্যস্থ করার লক্ষে পণ্য সামগ্রীর মুল্য বৃদ্ধির বা মওজুদ পরবর্তি মুল্যবৃদ্ধির চক্রান্ত চলছে যা অর্থনীতির জন্য অতিব উন্নতিকর।