বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

কৃষ্ণনগরে বন্ধন হাসপাতাল উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ গ্রাম হবে শহর, সেবা আপনার প্রাপ্য, এই লক্ষ্য কে সামনে রেখে আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে বন্ধন হাসপাতাল শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও নামফলক উন্মোচন অনুষ্ঠান বন্ধন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির এর সভাপতিত্বে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুল মাঠে ২৫ জানুয়ারী শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ তদন্ত হারুনার রশিদ মৃধা ,সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বুলবুল কবির উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন, অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, সমাজ সেবক মোঃ আব্দুল আজিজ গাইন, মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার আলোচনায় বলেন আমি প্রত্যাশা করি, সেবার মনোভাব নিয়ে বন্ধন হাসপাতাল এগিয়ে যাক।’এ হাসপাতাল একটি ভালো সেবার প্রতিষ্ঠান হবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালের ধারাবাহিক চিকিৎসা সেবা প্রদানে গুনগত মান অক্ষুন্ন রাখতে পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে নামফলক উন্মোচন, এবং দোয়ার মাধ্যমে অতিথিরা হাসপাতালটির শুভ উদ্বোধন করেন। এ সময় সবাই ফিতা কেটে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের কার্যক্রম ও পরিবেশ প্রত্যক্ষ করে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল প্রশংসা করেন এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা বিস্তারে হাসপাতালের কার্যকরী ভূমিকা রাখতে ব্যবস্থাপনা পরিচালককে দিকনির্দেশনা প্রদান করেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান শিমুল ও বাবু আলম তরফদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com