বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠি হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ৮টায় স্থানীয় রেউই বাজারে বাঁশদহা ইউনিয়ন পরিষদের হল রুমে সাতক্ষীরার এম অলি পলি ক্লিনিকের সার্বিক ব্যবস্থাপনায় এ স্বাস্থ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসক হিসাবে সেবা দেন সাতক্ষীরার স্মনামধন্য ডাক্তার অধ্যাপক মোঃ শহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান, ডাঃ আল মামুন, ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, আমিনুর রহমান সহ স্থানীয় অনেকে। ফ্রি মেডিকেল ক্যাম্প রেইউ বাজারে অনুষ্টিত হওয়ায় সাধারন গরীর অসহায় মানুষ অনেক বেশী উপকৃত হয়েছে বলে স্থানীয় অনেকে জানান।