রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিলেটের সাথে সহজ জয়ে প্লে—অফে বরিশাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে—অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লিগ পর্বে নিজেদের নবম ম্যাচে গতকাল বরিশাল ৮ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এই জয়ে ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বরিশাল। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আগেই প্লে—অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের পেসার ফাহিম আশরাফের তোপে ৪৬ রানে ৫ উইকেট হারায় সিলেট। জর্জ মুনসি ৪, রনি তালুকদার ৯, জাকির হাসান ৪, কাদেম এলিনি শূন্য ও নাহিদুল ইসলাম ৮ রানে আউট হন। এরমধ্যে ৩ উইকেট নেন ফাহিম। শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন জাকের আলি ও আহসান ভাট্টি। ষষ্ঠ উইকেটে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন তারা। ভাট্টিকে ব্যক্তিগত ২৮ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন বরিশালের স্পিনার মোহাম্মদ নবি। ভাট্টির ফেরার পর দলীয় ৮৭ রানে জাকেরকে সাজঘেও পাঠান জেমস ফুলার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন জাকের। এরপর অষ্টম উইকেটে অধিনায়ক আরিফুল হক ও তানজিম হাসান সাকিবের ১১ বলে ১৬ রানের জুটিতে ১শর কোটা পার করতে পারে সিলেট। শেষ পর্যন্ত ইনিংসের ১১ বল বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। আরিফুল ১২, তানজিম ১৩ ও সুমন ৭ রান করেন। আরিফুল ও সুমনকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন বরিশালের ফাহিম। তার বোলিং ফিগার দাঁড়ায়— ৩.১ ওভারে ৭ রানে ৫ উইকেট। টি—টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন ফাহিম। চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নিলেন ফাহিম। ১১৭ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বরিশালের দুই ওপেনার তাওহিদ হৃদয় ও অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ২ ওভারে ২০ রান তুলেন তারা। তৃতীয় ওভারের পঞ্চম বলে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙ্গেন স্পিনার নাহিদুল ইসলাম। হৃদয়কে ৬ রানে বিদায় দেন নাহিদুল। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি ডেভিড মালান। ৯ রান করে পেসার সুমন খানের বলে আউট হন মালান। দলীয় ৩৯ রানে ২ উইকেট পতনের পর বরিশালের জয়ের ভিত গড়েন তামিম ও মুশফিকুর রহিম। ১৬তম ওভারের শেষ বলে লং—অফ দিয়ে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন তামিম। পাশাপাশি ঐ বাউন্ডারিতে টি—টোয়েন্টি ৫৪তম হাফ—সেঞ্চুরিও পূর্ণ করেন তামিম। তৃতীয় উইকেট জুটিতে ৬০ বলে অবিচ্ছিন্ন ৮১ রান যোগ করেন তামিম ও মুশফিক। ৬টি চারে ৫১ বলে তামিম ৫২ এবং ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে অনবদ্য ৪২ রান করেন মুশফিক। নাহিদুল ও সুমন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বরিশালের ফাহিম আশরাফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com