সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের নাগরিক ছিলেন। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ডিআর কঙ্গোর গোমা শহরের বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে এ হতাহত হয়। জাতিসংঘ ইতিমধ্যে গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে। এম২৩ গোষ্ঠী শহরটি দখলের জন্য কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রেঁা বলেছেন, সহিংসতা বন্ধ করার জন্য বৈশ্বিক আহ্বানের মধ্যেই তিনি ডিআর কঙ্গো এবং রুয়ান্ডা নেতাদের সঙ্গে কথা বলেছেন। এম২৩ গ্রুপ রক্তপাত এড়াতে গোমায় কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। যদিও ডিআর কঙ্গো প্রতিবেশী রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, বিদ্রোহের পেছনে সমর্থন দিচ্ছে বলে দেশটিকে অভিযুক্ত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস এম২৩ গ্রুপকে তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং এই গ্রুপের প্রতি রুয়ান্ডার সমর্থনের নিন্দা করেছেন। এম২৩ গ্রুপটি ২০২১ সাল থেকে খনিজসমৃদ্ধ পূর্ব ডিআর কঙ্গোর বিস্তীর্ণ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ডিআর কঙ্গো এবং জাতিসংঘ শুরু থেকেই দাবি করেছে যে, এম২৩ রুয়ান্ডা সমর্থিত একটি গোষ্ঠী। তবে রুয়ান্ডার কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com