সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দায়িত্ব নিয়েই নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি ইসরায়েলের প্রতি ‘সম্পূর্ণরূপে’ সমর্থন জানান। প্রতিরক্ষামন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর গত রোববার প্রথম ফোনালাপের জন্য নেতানিয়াহুকে বেছে নেন পিট হেগসেথ। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, হেগসেথ এবং নেতানিয়াহু দুই দেশের পারস্পরিক নিরাপত্তা স্বার্থ এবং অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে হেগসেথ কেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজের পরিবর্তে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন, তা নিয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। গত রাতে মার্কিন সিনেটে স্বল্প ব্যবধানে নিয়োগ নিশ্চিত হওয়ার পর শনিবার শপথ গ্রহণ করেন হেগসেথ। তিনি ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মন্ত্রিসভা মনোনীতদের একজন। এই মন্ত্রী মদ্যপান এবং যৌন অসদাচরণের অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। বৃহৎ দায়িত্ব পরিচালনা করার ব্যাপারে তার অভিজ্ঞতার অভাব নিয়ে নিজ জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com