ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা ডুমুরিয়ার ঐতিহ্যবাহী আঠারোমাইল কাচাবাজার স্থানান্তর করার চেষ্টার বিরুদ্ধে আঠারোমাইল কাচাবাজার আড়ৎ কমিটি, সর্বস্তরের শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উক্ত বাজারের সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার রফিকুল ইসলামের সজ্ঞালনায় আঠারোমাইল কাচাবাজারে সাতক্ষীরা খুলনা মহাসড়কের দুপাশ ধরে এক মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। আঠারোমাইল বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস। মাগুরাঘোনা ইউনিয়নের সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলি সানা। সদর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বাজার প্রতিষ্ঠাতা মোঃ সাহাবুদ্দিন মোড়ল। বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোঃ রবিউল ইসলাম সহ বাজারের সকল ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দরা। উক্ত মানববনন্ধে উপস্থিত বক্তারা বলেন, এই কাঁচামাল আড়ৎকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যদি এই কাঁচামাল আড়ৎ এখান থেকে সরে যায়, তাহলে এই সমস্ত মানুষরা অর্ধআহার, অনাহারে মরবে এবং কর্মসংস্থানহীন হয়ে পড়বে। তারা আরো বলেন, সরকারসহ প্রশাসনের কাছে দির্ঘদিন পরিচালিত হওয়া এই কাঁচামাল আড়ৎ কে পূর্ণবহালের দাবী রেখে উদাত্ত আহ্বান জানায়।