স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে সোমবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী নুসাবা তাসবিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। তিনি নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমাদের যাত্রা যেন জ্ঞান, সাফল্য এবং সুখ দিয়ে পরিপূর্ণ হয় সেই প্রার্থনা করি। তোমাদের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা রইল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সমরেশ কুমার, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, রবিউল ইসলাম, মোঃ আছাদুজ্জামান, খোরশেদ আলম, সুলতানা পারভীন প্রমুখ। বিদ্যালয়ের নবীন বরণকে কেন্দ্র করে ফুলেল সাজ সজ্জায় জাঁকজমকপূর্ণ মনোরম পরিবেশে গড়ে তোলা হয়। শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক, নাটক ও গানের সুরের মূর্ছনায় বিদ্যালয়কে মুখরিত করে তোলে। নবীন শিক্ষার্থী, অতিথি, শিক্ষক—শিক্ষার্থী অভিভাবকদের আগমনে মিলন মেলায় পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হেদায়েতউল্লা।