শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বুমরাহকে নিয়ে হতাশার খবর দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

জাসপ্রিত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা নাকি মিরাকল হবে। ভারত এবার সেই মিরাকলের আশায়ই বসে আছে। বুমরাহকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেও তার ফিটনেস নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। টাইমস অব ইন্ডিয়াকে সেই কঠিন বাস্তবতাই তুলে ধরেছেন বোর্ডের এক কর্মকর্তা। বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাউটেনের সাথে যোগাযোগ রাখছে। বুমরাহকে নিউজিল্যান্ড পাঠানোর পরিকল্পনাও করেছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচকরা এ—ও জানে, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শতভাগ ফিট হতে পারলে সেটা হবে মিরাকল।’ শাউটেনই বুমরাহর আগের অস্ত্রোপচার করেছিলেন। এবারের চোট সারাতেও তিনিই ভরসা। এখন বুমরাহর মেডিকেল রিপোর্ট পাঠানো হবে নিউজিল্যান্ডের এই ডাক্তারের কাছে। তিনি কী জানাচ্ছেন, তার ওপরই নির্ভর করবে বুমরাহর ভবিষ্যৎ। ইতোমধ্যে নির্বাচকরা ব্যাকআপ হিসেবে ভেবে রেখেছেন মোহাম্মদ সিরাজ ও হার্শিত রানাকে। নির্বাচকরা বুমরাহকে বিশ্রামে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন। শেষপর্যন্ত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন কি না তা জানা যেতে পারে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারির ভেতরে। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com