শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জয় দিয়ে বিশকাপ শেষ করলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

অনূর্ধ্ব—১৯ বিশ^কাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায় হয়ে যায় সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে। এই পর্বে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ তাই কেবল নিয়ম রক্ষার। ১০ উইকেটের বিশাল জয়ে বিশ^কাপ আসর শেষ করল জুনিয়র টাইগ্রেসরা। মেয়েদের অনূর্ধ্ব—১৯ বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ। নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে উইন্ডিজের ইনিংস থামে ৫৪ রানে। বিনা উইকেটে যা বাংলাদেশ টপকায় মাত্র ৮.৫ ওভারে। বাংলাদেশের মেয়েদের দারুণ বোলিংয়ের দিনে ৫৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বল হাতে ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ফাহমিদা ছোঁয়া, জুরাইরিয়া ফেরদৌসের ওপেনিং জুটিতেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের জয়। ৩ বাউন্ডারিতে ২৮ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন জুয়াইরিয়া। ১৪ রানে ছোঁয়া। ওয়েস্ট ইন্ডিজের ৫৪ রান বাংলাদেশের মেয়েরা টপকে গেছে ৮.৫ ওভার। কুয়ালালামপুরে এর আগে মেয়েদের অনূর্ধ্ব—১৯ টি—টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের মেয়েদের ৬৪ রান ভারত পেরিয়ে যায় ১২.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। বড় এই হারের ফলে বিশ^কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ, আর ভারত নিশ্চিত করে সেমিফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com