বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলো বাঘিনীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি—টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে এবং দ্বিতীয়টি ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছিলো টাইগ্রেসরা। ফলে ৩—০ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২—১ ব্যবধানে হারে নিগার সুলতানার দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ বলে ২৪ রানের সূচনা পায় বাংলাদেশ। ওপেনারদের ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পতনে রানের গতি কমে যাবার সাথে সাথে বড় সংগ্রহের সুযোগও শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানের মামুলি সংগ্রহ পায় টাইগ্রেসরা। ইনিংসের শেষ বলে রান আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তার ৪৩ বলের ইনিংসে ২টি চার ছিলো। এছাড়াও ৩টি করে বাউন্ডারিতে দুই ওপেনার দিলারা আকতার ১৬ বলে ২১ এবং মুরশিদা খাতুন ১২ বলে ১৩ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জানিলিয়া গ্লাসগো ১৫ রানে ৩ উইকেট নেন। ১০৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২৬ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক ওপেনারদের শিকার করেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন। আগের দুই ম্যাচে ৫১ ও ৪৯ রান করা ডিয়েন্ড্রা ডটিনকে ১০ রানে থামিয়ে দেন আরেক স্পিনার রাবেয়া খান। ডটিনের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের আরও দুই উইকেট শিকার করেন সুলতানা ও ফাহিমা। এতে ৬১ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটিতে ৯ বল বাকী রেখে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সাবিকা গজনবি ও জাইদা জেমস। গজনবি ২৭ ও জেমস ১৪ রানে অপরাজিত থাকেন। সুলতানা ৩০ রানে ও ফাহিমা ১৪ রানে ২টি করে উইকেট নেন। ১২ রানে ১ উইকেট নেন রাবেয়া। ম্যাচ সেরা গ্লাসগো ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ডটিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com