এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত শহরতলিতে গত শুক্রবার ছয়জন আরোহীসহ একটি ছোট এক্সিকিউটিভ বিমান বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ একটি বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে আগুন লেগে যায় এবং বাড়িঘর ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুর্ঘটনা কবলিত জেট বিমানের আরোহী ছয়জনের বেঁচে থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তারা সবাই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, এটি একটি লিয়ারজেট ৫৫ এক্সিকিউটিভ বিমান ছিল। গ্রিনিচ মান সময় ২৩৩০ নাগাদ শহরের ঘনবসতিপূর্ণ জেলা শহরের ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যস্ত রাস্তার উপর বিধ্বস্ত হয়। এফএএ এক বিবৃতিতে জানায়, লিয়ারজেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি মিসৌরির সি্প্রংফিল্ড—ব্র্যানসন জাতীয় বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে এবং উত্তরপূর্ব ফিলাডেলফিয়া এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার পরই বিধ্বস্ত হয়। এফএএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এটি জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ডের সাথে তদন্ত করা হবে। ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার ঘটনাস্থলে বলেন, আমাদের কাছে হতাহতের সংখ্যা সম্পর্কে কোনও তথ্য নেই। তিনি বলেন, বেশ কয়েকটি বাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নর জোস সাপিরো বেসরকারি বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, সকল ধরনের জরুরি সহায়তা প্রদান করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছে। তিনি বলেন, আমরা হালনাগাদ তথ্য প্রদান অব্যাহত রাখব। ওয়াশিংটন ডিসিতে রিগ্যান জাতীয় বিমানবন্দরে স্থানীয় সময় গত বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রায় সিকি শতাব্দীর মধ্যে সবচেয়ে মারাত্মক মার্কিন বিমান দুর্ঘটনা ছিল এটি। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হন। এর মাত্র দুই দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্ত হল। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ফিলাডেলফিয়া ট্র্যাজেডিতে আরো প্রাণ হারানোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ঈশ^র আপনাদের সকলের মঙ্গল করুন। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী জানা যায়, বিধ্বস্ত লিয়ারজেট বিমানটি ছিল চিকিৎসা রোগীদের পরিবহনের জন্য ব্যবহৃত একটি বিমান। ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স—এ এক বার্তায় এই দুর্ঘটনাকে একটি বড় ঘটনা বলে আখ্যায়িত করেছে। আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে গত শুক্রবার দুর্ঘটনা কবলিত ছোট মেডিকেল সার্ভিস জেট বিমানের আরোহী ছয়জনের বেঁচে থাকার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তারা সবাই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স—এ পোস্ট করা এক বার্তায় বলেন, বিমান সংস্থা কনস্যেুলটকে নিশ্চিত করে বলেছেন, বিধ্বস্ত হওয়া ছোট মেডিকেল সার্ভিস জেটে মেক্সিকোর ছয়জন নাগরিক বিমানে ভ্রমণ করছিলেন।