তালা প্রতিনিধি \ তালায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা উপজেলা বিএনপির যুগ্ম—সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা—১ (তালা—কলারোয়ার) সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ—সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, যুগ্ম—সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য বিএনপি নেতা আনারুল ইসলাম। এ খেলায় শ্যামনগর নওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করেন। খেলায় ১—১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩—২ গোলে পরাজিত করে সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।