বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাটকেলঘাটায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

পাটকেলঘাটা প্রতিনিধি \ সমাজের অবহেলিত মানুষের মাঝে নগদ টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে সামাজিক ভাবে সুনাম অর্জন করেছেন সৈয়েদা নাজমা মুক্তি। তিনি তার সহযোগীদের নিয়ে সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সহায়সম্বলহীন মানুষদের খুঁজে বের করে সাহায্য করাই যেন তার কাজ। এভাবে তিনি সারাজীবন ধরে অসহায় নিম্নবিত্ত মানুষের জন্য কাজ করতে চান। তার এতটুকু সহযোগিতা পেয়ে যেন তারা একমুহূর্তের জন্য ভালো থাকতে পারেন, মনখুলে একটু হাসতে পারেন তেমন স্বপ্ন নিয়ে তিনি মাঠে নেমেছেন। তিনি নিজে ইনকাম করে সেই আয়ের একটা অংশ এভাবেই বিলিয়ে দিচ্ছেন গরীবের মাঝে। সেই স্বপ্ন পুরণের লক্ষ্যে মুক্তি ৩০০ জন ছিন্নমূল দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার সকালে পল্লী বিদ্যুৎ অফিস সড়কের মুক্তি পার্লার এন্ড কসমেটিক্সের সামনে থেকে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন পুরণের লক্ষ্যে মুক্তির পরিচালক সৈয়েদা নাজমা মুক্তি, মর্জিনা বেগম, নাজনীন সুলতানা, তহমিনা সুলতানা, হোসনেয়ারা খাতুন, সালমা খাতুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com