কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সাহেব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী গয়ড়া চন্দনপুর ও কাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ী উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়ড়লের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে তার নেতৃত্বে সঙ্ঘীয় পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাহেব আলী (৪৫) কে আটক করে। পরে তার দেহ তলাশী করে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।