বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। ফিরতে চান কোচিং ক্যারিয়ারে। গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বগ্রহণ করেন হান্নান সরকার। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি। সাবেক এই ওপেনার বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলেছেন। বয়সভিত্তিক দলের সঙ্গে ভালো কাজ করার পুরস্কার হিসেবে জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত হন। গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাঁকে। কিন্তু বছর না ঘুরতেই নির্বাচকের পদ ছাড়লেন হান্নান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে গত শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেন হান্নান। টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান ও ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেন তিনি। দুই ফরম্যট মিলিয়ে নামের পাশে আছে ৮টি অর্ধশতক।