দেবহাটা অফিস \ গ্রাম্য ডাক্তারদের সংগঠন দেবহাটা ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর মাসিক সম্মেলন গতকাল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াত কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারী ও উপদেষ্টা এইচ এম ইমদাদুল হক, উপদেষ্টা মাও: সামছুল আরেফিন, সহ—সভাপতি ডা: আ: আজিজ, ডা: আবু হাসান, ডা: তাসনিম আলম, ডা: শেখ রেজওয়ান আলী। প্রধান অতিথি বলেন মানব সেবার অন্যতম পাথেয় চিকিৎসা, আমরা অতি মানবিকতাকে সম্পৃক্ত করে মানব সেবাকে এগিয়ে নিতে পারি এটাই প্রত্যাশা।