বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা —২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর— রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক শামসুল হক, ইসরাঈল হোসেন, সহক্রীড়া পরিচালক আব্দুল মান্নান, আব্দুল গফুর, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, স্বপন চৌধুরী, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, শেখ সেলিম, আবু বক্কর সিদ্দীক, নারায়ন ঘোষ, মাহফুজা খানম, শিরিনা আক্তারসহ বিপুল সংখ্যক ছাত্র —ছাত্রী খেলাগুলো উপভোগ করেন। দিনব্যাপী খেলা বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক, দ্বৈত), বর্শা, চাকতি ও লৌহ গোলক নিক্ষেপ, লং ও হাই জাম্প খেলাগুলো অনুষ্ঠিত হয়। ক্রিকেটে কাজীরহাট গালর্স হাইস্কুল চ্যাম্পিয়ন ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com