বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নূরনগরে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬ টা থেকে মাঘের শেষের শীতের কুয়াশা ভেজা রাতে গরম পোশাকের আমেজে নূরনগর ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের আয়োজনে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে সিরাজগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলা থেকে নামিদামি খেলোয়াড়দের সমন্বয়ে উদ্বোধনী টুর্ণামেন্টে সিরাজগঞ্জের ইয়ামিন ও ফিরোজ বনাম খুলনার আকাশ ও মিফতা জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিরাজগঞ্জ ২/১ গেমে জয় লাভ করে। ফাইনাল খেলায় কুষ্টিয়া জাহিদ এন্টারপ্রাইজ একাদশের আরাফাত ও মোহন বনাম সাতক্ষীরা মেহেদী ফ্যাশনের অপু ও রিয়াদ জুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২/১ গেমে আরাফাত ও মোহন জুটি চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন অপু, ম্যান অফ দা সিরিজ হন আরাফাত। উক্ত টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১টি ফ্রিজ এবং রানার্সআপ দলকে ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরষ্কার প্রদান সহ প্রত্যেক খেলোয়াড়দের সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু, আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ, নূরনগরের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক এস এম হাবিবুর রহমান (লিটন), সহকারী অধ্যাপক মোঃ মোরশেদ আলম, সাংবাদিক এস এম জাকির হোসেন, নূরনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক কাশীনাথ দেবনাথ, ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন মন্টু, ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্চু, ইউপি সদস্য এস এম রেজাউল করিম দোলনা, সাবেক ইউপি সদস্য ডি এম আব্দুল গফফার, সাবেক ইউপি সদস্য পরিমল সাহা পল্টু, ব্যবসায়ী সুশান্ত দেবনাথ, শিক্ষক জি এম আব্দুল ওয়াহেদ প্রমুখ। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক ডি এম নাসিরউদ্দিন বাদশা, শিক্ষক ডি এম আশরাফুল আলম মিন্টু, মোঃ সাইদুর রহমান ও মোঃ ফিরোজ আহমেদ। খেলাটি পরিচালনায় ছিলেন প্রভাষক শুভ্র রেজা। উক্ত খেলায় নূরনগরের সর্ব শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা করার জন্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com