আটুলিয়া প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে ঐতিহাসিক ইসলামী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আসর নামাজ বাদ নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মসজিদ মিশন ও গভর্নর ইসলামিক ফাউন্ডেশন শায়খ ড. খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আ স ম তরিকুল ইসলাম, প্রফেসর মোখতার আহমাদ, জিয়াউল হক, ড. আবুল কালাম আজাদ, ড. আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ এর বক্তব্যের মাধ্যমে প্রথম দিনের আলোচনা শেষ হয়। দ্বিতীয় দিনের আমন্ত্রিত মেহমান হিসেবে আলোচনা করবেন ড. আব্দুল্লাহ আল মাসুদ, ড. মোহাম্মদ রুহুল আমিন রব্বানী, প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, ড. আব্দুস সালাম আজাদী, আহমাদুল্লাহ প্রমুখ।