বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি’র নেতা আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বাঁশতলা সড়কে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় এক বিএনপি’র নেতা মারাত্মক আহত হয়েছে। আহত এস এম মোতাহার হোসেন (৫০) দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশতলা সড়কের ফতেপুর বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ আমরা তিনজন রাস্তার সাইডে দাঁড়িয়ে কথা বলছিলাম। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালক অনিক গাজী তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান। এছাড়া স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি করেন। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানিয়েছেন মোটরসাইকেল চালক শাহরিয়ার হোসেন অনিক (১৮) সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামের আইজুল গাজীর ছেলে বেপরোয়া ভাবে সে মোটরসাইকেল চালান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com