ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে এক স্কুল শিক্ষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারের অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। থানায় সাধারণ ডায়রি ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শরাফপুর ইউনিয়নের তৈয়বুর এলাকার স্কুল শিক্ষক আব্দুল লতিফ সরদারের বসত বাড়ি সংলগ্ন একটি খড়ের গাদা ছিল। ঘটনার দিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ওই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসার আগেই আগুনের লেলিহান শিখায় খড়ের গাদা পুড়ে ছাই এবং প্রচন্ড দাবদাহে পার্শ্ববর্তী বিভিন্ন ফলজ গাছ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় এসএম মুহাইমিনুল ইসলাম পান্নু বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।