ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় জায়গা—জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতাসহ ২জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার সকালে উলা দক্ষিণপাড়ায় বিরোধপূর্ণ সম্পত্তির উপর এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গতকাল শনিবার আহত সাজেদুল ইসলাম সরদার থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার উলা মৌজায় ২০ শতক জমি নিয়ে প্রতিপক্ষ উলা গ্রামের জিয়াউর রহমান সরদার (৩৫), বোরহান সরদার (৫৫), ইরান সরদার (৩০) ও ইলিয়াস সরদার (৩২) দের সাথে একই এলাকার জামায়াত নেতা শিক্ষক মাওঃ শহিদুল ইসলাম ও সাজেদুল ইসলামদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জেরে ঘটনার দিন ওই জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয়। এক পর্যায়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে প্রতিপক্ষরা শহিদুলের মাথায় আঘাত করে। এসময় শহিদুলের ভাই সাজেদুল ইসলাম ঠেকাতে গেলে বিবাদীরা তাকেও বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই সহোদরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।