কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কায়সার তুহিন, যুগ্ম সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যাক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম, গোলাম ফারুক প্রমুখ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, নতুন ভর্তিকৃত সদস্যদের পরিচয় পত্রের কার্ড যাচাই বাছাই, বার্ষিক পিকনিকের হিসাব নিকাশ, ইফতার পার্টিসহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।