বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালীতে হাজী কেফাতুল্যাহ গাজী মোহাম্মদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ রমজান শনিবার অত্র মাদ্রাসা এতিমখানার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উলেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে অত্র মাদ্রাসা ও এতিমখানায় প্রতিমাসে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের উন্নয়নকল্পে ৪২০০০/= টাকা অনুদান প্রদান করে করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রবিউল ইসলাম।