বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর উপর নির্মিতব্য নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও সহজে উপজেলায় যাওয়া-আসার সুবিধার্থে নির্মিতব্য নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণ স্থান পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, সহকারি প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন, সদস্য মারুফ বিলাহ, আটুলিয় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাধুরঞ্জন মন্ডল, পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঠিকাদার ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, নওয়াবেঁকী-পাখিমারা ফেরিঘাটটি আগামী ঈদের আগে চালু করার জন্য দ্রুত কাজ চলছে। সকলের সহযোগিতায় ফেরিঘাট ও ফেরি ঘাট সংযোগ সড়ক নির্মাণ করা হবে। ফেরিঘাট চালু হলে অত্র এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা নওয়াবেঁকী বাজারসহ কলেজে আসা যাওয়া করতে পারবে। অত্র এলাকার জনসাধারণ সহ রোগীরা উপজেলা সদরে যাওয়ার যোগাযোগ সহজ হবে। সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ সঠিকভাবে দ্রুত শেষ করার জন্য আহ্বান জানানো হয়।