আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি \ প্রতাপনগর হরশ খালির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে প্রায় তিনশো ফুট স্থান জুড়ে ভয়াবহ ভাঙ্গন। আতংকিত দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙ্গের তিব্রতায় যেকোনো মুহূর্তে খোলপেটায়া নদীর লোনা জলে প্লাবিত হতে পারে প্রতাপনগরের গ্রামাঞ্চল। ভেসে যেতে পারে মাঠের পর মাঠ ভরা ধানের ফসল, শস্য ভরা খেত খামার, পুকুর, মৎস্য চাষের ঘের, মসজিদ, মন্দির, হাট বাজার দোকান পাট, ব্যাবসা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকাবাসীর ঘরবাড়ি, এহেন পরিস্থিতিতে উপকূলের এই আকর্ষিক ভাবে বেড়িবাঁধ ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী।